Posts

আমার ভ্রমণ কথন- ৪ ( থানচির পথে প্রান্তরে)

Image
সাল ২০১৯ , ফেব্রুয়ারি মাস । কড়া শীতকাল চলছে । এর মাঝে একটা অল্প কদিনের ছুটি পেয়ে গেলাম । ভাবলাম কোথাও ঘুরে আসি বন্ধুদের নিয়ে । যেই ভাবা সেই কাজ । সঙ্গী সাথি বলতে আছে ইকবাল , নকিব , আরিফ , ইন্তি , আমির , অনিন্দ্য আর দুই মহিলা সদস্য প্রিয়াংকা আর তাসরিন । সাথে প্রিয়ার ছোট ভাই প্রিয়ম । গন্তব্য এবার থানছি । বান্ধবীদের ওয়াদা করলাম যে সবসময় ছেলেদের নিয়ে বিভিন্ন জায়গায় যায় । এবার তাদের নিয়েই যাবো ইনশা আল্লাহ্ ‌ । গাইড ঝুন্টু দাদার সাথে কথা বলে একটা জীপ ভাড়া করে রাখলাম আগের দিন । সকাল সকাল বান্দরবন বাস স্ট্যান্ডে পৌঁছুলাম লোকাল বাসে চড়েই । সেখানে ড্রাইভার রনি দাদা আগে থেকেই রেডি । হাল্কা নাস্তা পানি খেয়ে দেয়ে কিছু কিনেও নিলাম । যাত্রা এবার অনেক লম্বা । বাসে থানচি যাওয়া যায় । কিন্তু এই বিশাল ৭৯ . ৩ কি , মি , এর পথ যেখানে জীপে যেতে ৩ / ৪ ঘণ্টা লাগে সেখানে বাসে যাওয়াটা কোনভাবেই সমীচীন না । পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি । যাই হোক । ১১ টায় রওনা হলাম । পথিমধ্য...