Posts

Showing posts from April, 2020

আমার ভ্রমণ কথন-৩ (আলীর গুহাসমগ্র)

Image
এপ্রিল মাস, ২০১৬ সাল । কিসের জানি একটা ছুটি পেয়েছিলাম ঠিক মনে করতে পারছিনা । আমরা আবার উড়নচণ্ডী মানুষজন । পরিক্ষার আগে দুইটা দিন বেশি পেলেও কোন একটা জায়গা ঘুরে আসতে হবে । তো এইবারের ভ্রমণে ছিলাম আমরা ৯ জন । এর মধ্যে আমাদের কুমিল্লার মুরাদ সাহেব যিনি কিনা এ যাবত আমাদের সাথে কোন শর্ট ট্যুরে থাকেন না   উনিও জানতে পারলেন যে এটা একটু লং ট্যুর তাই উনাকে এই যাত্রায় পাওয়া গেল । চলে এলাম আমাদের সেই পুরনো আস্তানায় । মানে নতুন ব্রিজ । এদিক দিয়েই বর্তমানে বান্দরবন , কক্সবাজার যায় । যদিও যাচ্ছিলাম বান্দরবন কিন্তু উঠে গেলাম কক্সবাজারের গাড়িতে । কেন সেটা পরে বলছি । গান গাইতে গাইতে আর কমেডি করতে করতে যাচ্ছিলাম চকরিয়ার দিকে । সম্ভবত বাসের যাত্রীগণ আমাদের দেখে বোঝার উপায় ছিলনা যে এরা আগেও বান্দরবন গিয়েছে। যাই হোক । ২ . ৩০ ঘণ্টায় চলে আসলাম চকরিয়া বাস স্ট্যান্ড । এখানে এসে চা চপ সিংগারা খেয়ে পেট পূজা সেরে নিলাম । এখন বাস স্ট্যান্ড থেকে যাবো বান্দরবনের আলিকদম । আসলে...